লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুটি বাজারে ছড়িয়ে পড়া সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে।
প্রচারণার শেষ দিন মঙ্গলবার রাত ৮টার দিকে চরকাদিরা ইউনিয়নের ফজু মিয়ার বাজারে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে রব বাজার এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম বাবুল মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন হাওলাদারের নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানায়, রব বাজারে বাবুল মোল্লা ও হোসেন হাওলাদারের নির্বাচনি অফিসে সভা চলছিল। এ সময় নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগরের সমর্থকরা তাদের নির্বাচনি অফিসে ভাঙচুর চালান।
পরে ফজুমিয়ার হাটে স্বতন্ত্র প্রার্থী বাবুল মোল্লা উসকানিমূলক বক্তব্য দিলে নৌকার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পাঁচ জন আহত হন। এ সময় ৫টির বেশি ককটেল বিস্ফোরণ ঘটে। উভয় প্রার্থীর সমর্থকদের বিক্ষোভে পুরো বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন, চর কাদিরা ও চর লরেন্স এবং রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে ভোট বৃহস্পতিবার ।