রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন পদত্যাগ করেছেন। ‘অযোগ্যতা’ ও ‘অনিয়ম’ নিয়ে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে তিনি এ সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার রাতে তিনি নিজেই গনমাধ্যমে পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল হোসেন বলেন, ‘ঢাকার জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। এর বেশি কিছু বলতে চাই না।’
প্রতিষ্ঠানটির এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘স্কুলের বেশিরভাগ শিক্ষক-কর্মচারী আবুল হোসেনকে পছন্দ করেন না। তার যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। বিভিন্ন ঘটনা ও অনিয়মের প্রতিবাদে তার বিরুদ্ধে আন্দোলন চলছিল।
‘শিক্ষক-কর্মচারীরা মঙ্গলবার সকাল থেকে স্কুলে অবস্থান নিয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানাতে থাকেন। এক পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে রাত ৮টার দিকে অধ্যক্ষ পদত্যাগ করেন বলে শুনেছি।’
আরেক শিক্ষক বলেন, ‘আবুল হোসেন প্রায় ৬ বছর ধরে অধ্যক্ষের চেয়ারে বসে আছেন। দায়িত্ব নেয়ার পর থেকে তিনি অযোগ্যতার পরিচয় দিয়ে আসছেন। এ সময়ে স্কুলের শিক্ষার্থী কমেছে, আয় কমেছে, ব্যয় বেড়েছে। শিক্ষক-কর্মচারীরা তাদের পাওনা টাকার জন্য অধ্যক্ষের কাছে গেলে খারাপ আচরনের শিকার হয়েছেন। দীর্ঘদিনের সম্মিলিত ক্ষোভের ফলেই আন্দোলন।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেনের অপসারণ দাবি করার পাশাপাশি শিক্ষক কর্মচারীরা বিশেষ পরিচালনা পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। সে সব দাবি পূরণের ব্যাপারে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।