ডিজেলের দাম বৃদ্ধির জের ধরে বাস ভাড়া বৃদ্ধি অমানবিক পদক্ষেপ বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দল। বাস ভাড়া পুনরায় নির্ধারণেরও দাবি জানিয়েছে তারা। মঙ্গলবার জোটের বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। রাজধানীর ইস্কাটনে আমির হোসেন আমুর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জোটের মুখপাত্র বলেন, ‘বৈঠকে সাম্প্রতিক কালের কয়েকটি ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন সাম্প্রদায়িকতা সারা দেশে উদ্বেগের সৃষ্টি করেছে। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তারা মূলত আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থাকা অসাম্প্রদায়িকতার ভাবমূর্তি নস্যাতের উদ্দেশ্যে এটা করেছে। সাম্প্রদায়িক শক্তিকে উসকানি দিয়ে তারা দেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির লক্ষ্য নিয়েই কাজটি করেছে। আমরা মনে করি, সরকারের তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেয়া উচিত।’
জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিকভাবেও ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বাস ভাড়া বৃদ্ধিকে অমানবিক বলে উল্লেখ করেন আমির হোসেন আমু। তিনি বলেন, ‘আমরা মনে করি, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে একটি অমানবিক পদক্ষেপ নেয়া হয়েছে। ভাড়া অত্যন্ত বেশি হয়ে গেছে।’
১৪ দলের মুখপাত্র আরও বলেন, বলেন, ‘আমরা জানি যে অধিকাংশ বাস সিএনজিচালিত। গ্যাসের দাম বাড়ানো হয়নি। সেখানে সব বাসের ভাড়া বাড়ানোর যৌক্তিক কারণ আমরা খুঁজে পাই না। সুতরাং হয় এই সিএনজিচালিত বাসগুলোর সিএনজি সিলিন্ডার নিয়ে নিতে হবে, নয়তো সিএনজিচালিত বাসব্যবস্থাই বাদ দিতে হবে। তা না হলে বাস ভাড়া পুনর্নির্ধারণ করে জনগণের যাতে স্বস্তি হয়, সে মাত্রায় ভাড়া নির্ধারণ করতে হবে। এ জন্য জনগণের পক্ষ থেকে একটি কমিটি করে তাদের সঙ্গে বসে বাস ভাড়া নির্ধারণেরও দাবি জানান তিনি।
দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে নজর দিতে সরকারকে পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই জোট।
মুখপাত্র আরও বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। এই সহিংসতা বন্ধে উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
১৪-দলীয় জোটের নেতা জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ জোটের অন্যান্য নেতা বৈঠকে অংশ নেন।