বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবিতে ছাত্র নির্যাতকদের বিচার চায় ছাত্র অধিকার পরিষদ

  •    
  • ৯ নভেম্বর, ২০২১ ২১:১২

ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি কারাগারে পরিণত হয়েছে। প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রতিটি শিক্ষার্থী ভীতির মধ্য দিয়ে দিন পার করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার চায় ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার বিকেলে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

আবাসিক হলগুলোতে চলমান নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্য সূর্যসেন হলে দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সালেহ উদ্দীন সিফাত বলেন, ছাত্র নির্যাতনের এসব ঘটনা মানবাধিকারের লঙ্ঘন। কাউকে জোর করে কোনো প্রোগ্রামে নিয়ে যাওয়াও মানবাধিকারের লঙ্ঘন। যতক্ষণ পর্যন্ত আমরা বিষয়টি নিয়ে সে ধরনের চিন্তা না করবো ততদিন পর্যন্ত এই নির্যাতকরা থামবে না।

আইন বিভাগের এই শিক্ষার্থী বলেন, এই নির্যাতকরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। দেশীয়ভাবে তাদের বিচার না করা হলে একদিন আন্তর্জাতিকভাবে তাদের বিচার করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান, যারা এ ধরনের নির্যাতন চালায় তাদের বিচারের মুখোমুখি করুন।

ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি কারাগারে পরিণত হয়েছে। প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রতিটি শিক্ষার্থী ভয়-ভীতির মধ্য দিয়ে তাদের প্রতিটি দিন পার করছে।

সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী বলেন, সামনে ছাত্রলীগের হল কমিটি হবে। সেই কমিটিতে শীর্ষ পদ পাওয়ার জন্য প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে জোর করে দলীয় প্রোগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। এটা বন্ধ করতে হবে।

পরিষদের এই নেতা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মানবাধিকারের লঙ্ঘন করা এসব শিক্ষার্থীর বিচার না করলে ভবিষ্যতে এদেরকে প্রশ্রয় দেয়ার অপরাধে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখা। তিনি অতি দ্রুত ডাকসু নির্বাচন দেয়ারও দাবি জানান।

মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আসিফ মাহমুদ, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুম, প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান এবং স্বতন্ত্র জোটের কর্মী সাদিক মাহবুব বক্তব্য দেন।

এ বিভাগের আরো খবর