বরিশাল নগরীর জিয়া সড়কে ইজিবাইক শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
জিয়া সড়কের পুলে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই বিক্ষোভ সমাবেশ হয়।
ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ২২ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম ও শ্রমিক ফ্রন্ট ২২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুবেল হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকসহ অনেকে।
বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী বলেন, ‘জিয়া সড়কসহ বরিশালের বিভিন্ন এলাকায় বিটবাণিজ্য বন্ধ হওয়ায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা ইজিবাইক সংগ্রাম পরিষদকে হুমকি দিয়ে আসছিল। সোমবার ভাড়া নিয়ে তুচ্ছ কথা কাটাকাটিকে কেন্দ্র করে এই সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সদস্যদের উপর হামলা করে এবং সংগ্রাম পরিষদের ২২নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলামের বাসায় গিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
হামলায় মিরাজ ও হান্নান নামে দুই শ্রমিক আহত হন।
নেতারা অবিলম্বে এই হামলার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল জিয়া সড়ক থেকে লোহার পোল প্রদক্ষিণ করে। সমাবেশ শেষ হওয়া পর্যন্ত জিয়া সড়কের সকল ইজিবাইক বন্ধ রেখে ধর্মঘট পালন করা হয়।