চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চকলেট দেয়ার কথা বলে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির মা সোমবার রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেন। এরপর রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জাহাঙ্গীরের বাড়ি উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ পানত্রিশ এলাকার ভ্রমণপাড়ার।
শিশুটির মা জানান, প্রতিদিনের মতো গত বুধবার বিকেলে তার মেয়ে জাহাঙ্গীর আলমের বোনের সঙ্গে খেলতে তাদের বাড়িতে যায়। খেলার একপর্যায়ে জাহাঙ্গীর তাকে চকলেট দেয়ার কথা বলে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন। জাহাঙ্গীর বিষয়টি কাউকে না জানাতে মেয়েকে হুমকিও দেন।
৫ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে মেয়েটি মাকে ধর্ষণের বিষয়টি জানায়। তিনি মেয়েকে নিয়ে হাসপাতালে চিকিৎসা দিতে চাইলে জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা বাধা দেন।
একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েকে ভর্তি করা হয়।
মেয়েটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠান।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম একসময় সৌদি আরবে ছিলেন। দেশে ফেরার পর কখনও সিএনজিচালিত অটোরিকশা, কখনও মোটরসাইকেল ভাড়ায় চালান। তিনি কক্সবাজারের টেকনাফে বিয়ে করেছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মাহমুদ জানান, ছাত্রী ধর্ষণের অভিযোগে মেয়েটির মা মামলা করেছেন। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে সোমবার রাত ২টার দিকে তার বাড়ির পাশে ধানক্ষেত থেকে গ্রেপ্তার করে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।