চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কুকুরের কামড়ে এক দিনে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এর পরপরই ওই কুকুরকে মেরে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শাহজালাল হল, পুলিশ ফাঁড়ির সামনে মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত কামড়ানোর ঘটনা ঘটে। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিক্যালে চিকিৎসা দেয়া হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী মেহতাজ আনিকা বলেন, ‘বেলা ১১টার দিকে করোনা ভ্যাকসিন নিতে যাওয়ার সময় সাদা একটা কুকুর আমার ডান হাত ও পায়ে কামড় দেয়। পরে দেখি আরও একটা ছেলেকে ওই কুকুরটাই কামড়েছে। ডাক্তারের কাছে যাওয়ার পর শুনি সকাল থেকে আমিসহ মোট চারজনকে ওই কুকুর কামড় দিয়েছে।’
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে দুইটা ছেলে ব্যাগ নিয়ে ফরেস্ট্রির দিক থেকে জিরো পয়েন্ট আসছিল। ডাচ্-বাংলা ব্যাংকের সামনে এলে একটা সাদা কুকুর একজনের পায়ে কামড় দেয়।’
বিশ্বিবদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিকিৎসক মোহাম্মদ আবু তৈয়ব নিউজবাংলাকে বলেন, ‘সকাল থেকে একটা কুকুর কয়েকজন শিক্ষার্থীকে কামড় দিয়েছে। আহতাবস্থায় তারা মেডিক্যালে এলে আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। তারা ভ্যাকসিন কিনে আনলে সেটিও দেয়া হয়।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান (ভারপ্রাপ্ত) শেখ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রক্টর থেকে জানতে পারি সাদা একটি কুকুর হিংস্র হয়ে কয়েকজনকে কামড় দিয়েছে। তাই আমরা কুকুরটিকে মেরে ফেলতে লোক পাঠাই। দেড় ঘণ্টার চেষ্টায় ৪টার দিকে কুকুরটিকে মেরে ফেলা হয়।’