বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আয় বেড়েই চলেছে ইবনে সিনার 

  •    
  • ৯ নভেম্বর, ২০২১ ১৭:৫৭

গত জুনে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ আয় বাড়াতে পারে। চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ৪০ শতাংশ। তবে গত কয়েক মাসে কোম্পানিটির শেয়ারদর কমায় লোকসানে আছেন বিনিয়োগকারীরা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল গত অর্থবছরে আয় বাড়ানোর ধারাবাহিকতা চলতি অর্থবছরেও ধরে রেখেছে।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের প্রথম প্রান্তিকে কোম্পাটি শেয়ার প্রতি ৪ টাকা ৫৪ পয়সা আয় করতে পেরেছে। আগের বছর একই সময়ে আয় ছিল ৩ টাকা ২৫ পয়সা। আয় বেড়েছে ১ টাকা ২৯ পয়সা বা ৩৯ দশমিক ৬৯ শতাংশ।

মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভাশেষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

গত ৩০ ‍জুন সমাপ্ত অর্থবছরে করোনার মধ্যেও কোম্পানিটি আয় বাড়াতে পেরেছিল উল্লেখযোগ্য পরিমাণে।

এই বছরে ইবনে সিনার শেয়ার প্রতি আয় ছিল ১৫ টাকা ৬৬ পয়সা। আগের বছর এই আয় ছিল ১২ টাকা ৫৬ পয়সা। আয় বাড়ে ২ টাকা ১০ পয়সা বা প্রায় ২৫ শতাংশ।

আয় বাড়ার পর ইবনে সিনা এবার লভ্যাংশও বাড়িয়েছে। বিনিয়োগকারীদেরকে শেয়ার প্রতি ৩ টাকা ৭০ পয়সা করে দেয়ার প্রস্তাব করে পরিচালনা পর্ষদ। এরই মধ্যে লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট পেরিয়ে গেছে।

২০১৬ সাল থেকে কোম্পানিটি কখনও এত বেশি নগদ লভ্যাংশ দেয়নি।

কোম্পানিটির সম্পদমূল্যও বেড়েছে। গত ৩০ সেপ্টেম্বর শেয়ার প্রতি সম্পদ ছিল ৭৩ টাকা ২৩ পয়সার। গত ৩০ জুনে শেয়ার প্রতি সম্পদ ছিল ৬৮ টাকা ৬৯ পয়সার।

কোম্পানিটির আয় ও লভ্যাংশ বাড়লেও যারা লভ্যাংশ নিয়েছেন, তারা লোকসানে আছেন।

গত ১৮ অক্টোবর রেকর্ড ডেটে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৭৯ টাকা ২০ পয়সা। সেটি কমে এখন হয়েছে ২৬৮ টাকা ২০ পয়সা।

গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন মূল্য ছিল ২২০ টাকা আর সর্বোচ্চ দর ছিল ৩০৬ টাকা ৯০ পয়সা।

এ বিভাগের আরো খবর