মেহেরপুরের গাংনীতে পানিমিশ্রিত পেট্রল বিক্রি করার অপরাধে হোসেন ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার মালশাদহ গ্রামে ওই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।
তিনি জানান, দুই দিন ধরে হোসেন ফিলিং স্টেশন থেকে ক্রেতারা পেট্রল কিনে প্রতারিত হচ্ছেন। অনেকের গাড়ি চলমান অবস্থায় বন্ধ হয়ে যাচ্ছে। তা ছাড়া গাড়ির ইঞ্জিনও বিকল হওয়ার আশঙ্কা থাকছে। বেশ কয়েকজন ক্রেতার এমন অভিযোগের ভিত্তিতে গাংনী থানা পুলিশের সহযোগিতায় হোসেন ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় এক লিটার পেট্রলে ৩০০ গ্রাম পানি মেশানো হচ্ছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় হোসেন ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
তেল কিনে প্রতারিত হওয়া সোহাগ আলী বলেন, ‘আমি গতকাল তেল কিনেছি গাড়িতে তেল আছেও। অথচ আমার মোটরসাইকেল বন্ধ হয়ে গেলে আমি মেকারের কাছে যাই। মেকার আমাকে বলেন, আপনার গাড়িতে তেলের পরিবর্তে পানি ঢুকানো। তখন তেল পাম্পে এসে অভিযোগ দিলে তারা বলেন, ভুলে পানি চলে গেছে। প্রয়োজনে আমরা তেলসহ ক্ষতিপূরণ দেব।’
হোসেন ফিলিং স্টেশনের ম্যানেজার রিপন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন তেল পাম্পের ট্যাংকি পরিষ্কার না করায় নিচে জমে থাকা ময়লা এবং পানি ওপরে উঠে আসায় এমনটি ঘটেছে। আমরা গ্রাহকদের ক্ষতিপূরণ দেব।’