তেল, গ্যাসসহ নিত্য দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
জেলা গণফোরামের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মঙ্গলবার সকালে এই মানববন্ধন হয়।ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বের করা হয় বিক্ষোভ মিছিল।
চাঁদপুর গণফোরামের সভাপতি সেলিম আকবর বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে। তার ওপরে তেল, গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে করে সব যানবাহনের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’
তিনি বলেন, ‘সরকার অবৈধভাবে তেল, গ্যাসের দাম বৃদ্ধি করেছে। সাধারণ জনগণের কথা একবারও চিন্তা করেনি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তেল, গ্যাসের দাম কমাতে হবে, নয়তো সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা গণফোরামের সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, দপ্তর সম্পাদক রুহুল মতিন, কৃষি বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, সদর উপজেলা গণফোরামের সভাপতি মহসিন মিয়াজী, সাধারণ সম্পাদক আলমগীর, শহর গণফোরামের সভাপতি আবুল খায়ের, জেলা মহিলা গণফোরাম সভাপতি জেছমিন আক্তারসহ আরও অনেকে।