বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রার্থিতা প্রত্যাহারের চাপে ‘বিষপান’

  •    
  • ৯ নভেম্বর, ২০২১ ০০:১৭

মিলনের ভাই আরিফুর রহমান বলেন, ‘বিকেলে ৬ নম্বর ওয়ার্ড থেকে বশির আমিন, সত্তার ও চৌধুরী মেম্বার এসে নির্বাচন থেকে সরে যেতে বলেন। তারা জানান, ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বলা হয়েছে, মিলন চৌধুরী নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করলে যেকোনো সহিংসতার দায় আওয়ামী লীগ নেবে না। এতে রাগ-ক্ষোভ-অভিমানে নিজের ঘরে ঢুকে তিনি কীটনাশক পান করেন।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের চাপ দেয়ায় ভোলার দৌলতখানে মিলন চৌধুরী নামের এক সদস্য প্রার্থী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

সোমবার বিকেলে উত্তর জয়নগর ইউনিয়নে নিজবাড়িতেই তিনি কীটনাশক (বিষপান) পান করেন। ঘটনা টের পেয়ে স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে ভোট ১১ নভেম্বর।

মিলন চৌধুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মিলনের ভাই আরিফুর রহমান বলেন, ‘বিকেলে ৬ নম্বর ওয়ার্ড থেকে বশির আমিন, সত্তার ও চৌধুরী মেম্বার এসে নির্বাচন থেকে সরে যেতে বলেন। তারা জানান, ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বলা হয়েছে, মিলন চৌধুরী নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করলে যেকোনো সহিংসতার দায় আওয়ামী লীগ নেবে না। এতে রাগ-ক্ষোভ-অভিমানে নিজের ঘরে ঢুকে তিনি কীটনাশক পান করেন।’

মিলনের ছেলে এমরান হাসান অপি বলেন, ‘আমার বাবার ৮০ ভাগ জনসমর্থন রয়েছে, তিনি আগেও ইউপি সদস্য ছিলেন। প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’

মিলন চৌধুরী বলেন, ‘আমি এত দিন ধরে এলাকায় গণসংযোগ করেছি, এলাকায় আমার ব্যাপক সমর্থন রয়েছে, আমি যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে জনগণকে কী জবাব দিব? তাই ক্ষোভে আত্মহত্যার পথ ধরেছি।’

ভোলা সদর মডেল থানায় উপপরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর