বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই বাসের চাপে প্রাণ গেল শিক্ষকের

  •    
  • ৮ নভেম্বর, ২০২১ ২২:২৪

নিহত আব্দুল মালেকের স্ত্রী ফরিদা বেগম জানান, দুপুরে একটি কাজের জন্য আব্দুল মালেক বাসা থেকে বের হন। ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে তখন একটি বাস দাঁড়িয়ে ছিল। তার পাশ দিয়ে মালেক রাস্তা পার হচ্ছিলেন। তখন আরেকটি বাস ঘোরাতে গেলে মালেক দুই গাড়ির মাঝে চাপা পড়েন।

রাজধানীর ডেমরায় দুটি বাসের মাঝে চাপা পড়ে একজন শিক্ষক নিহত হয়েছেন।

ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে সোমবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

৫২ বছর বয়সী আব্দুল মালেক ডেমরার হাজী মোহাম্মদ লাল মিয়া স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ পুরমুটা গ্রামে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে ডেমরা সারুলিয়ায় থাকতেন।

নিহতের স্ত্রী ফরিদা বেগম নিউজবাংলাকে জানান, দুপুরে একটি কাজের জন্য আব্দুল মালেক বাসা থেকে বের হন। ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে তখন একটি বাস দাঁড়িয়ে ছিল। তার পাশ দিয়ে মালেক রাস্তা পার হচ্ছিলেন। তখন আরেকটি বাস ঘোরাতে গেলে মালেক দুই গাড়ির মাঝে চাপা পড়েন।

স্বজনরা জানান, আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মালেকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বাস দুটিকে জব্দ করেছে ডেমরা থানা পুলিশ।

এ বিভাগের আরো খবর