কুমিল্লার লালমাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল খিদরীর মৃত্যু হয়েছে৷
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খিদরী ওই গ্রামের প্রবাসী আবদুল আউয়ালের ছেলে। তিনি লালমাই উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল।
রসুলপুর গ্রামের লোকজন জানান, আবদুল আউয়াল সৌদি আরবে থাকেন। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে খিদরী বড় সন্তান।
দুপুরে খিদরী নিজের ঘরে সুইচবোর্ড মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিদরীর মা আয়েশা বেগম বলেন, ‘আমি ঘরে কাজ করছিলাম। খিদরী পাশের কক্ষে কারেন্টের সুইচ ঠিক করছিল। হঠাৎ একটা আওয়াজ হয়। গিয়ে দেখি সে মাটিতে পড়ে আছে। তাড়াতাড়ি তারে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার জানান, ছেলে আর নাই।’
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ‘আমরা ঘটনা শুনেছি। এ বিষয়ে আমাদের যেসব আনুষ্ঠানিকতা রয়েছে, তা সম্পন্ন করব।’