চট্টগ্রামের খুলশীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে ওই যুবকের ভাই।
খুলশী থানার আমবাগান এলাকায় সোমবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. হানিফ ও আহত মো. আনিকের বাড়ি আমবাগান এলাকায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে হানিফ ও আনিক আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আনিক হাসপাতালে চিকিৎসাধীন।’
ওসি আরও বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে হলেও সংঘর্ষে জড়িতদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে এটা জানতে পেরেছি। প্রাথমিকভাবে অভিযুক্ত হিসেবে ভান্ডারি নামের একজনের কথা জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।’