রাজধানীর পাঁচ তারকা হোটেল ডরীন হোটেলস অ্যান্ড রিসোর্টসে চলছে ‘মিট লাভারস ফেস্ট পাওয়ারড বাই বাংলাকাট’ ফুড ফেস্টিভ্যাল।
ফেস্টিভ্যালটি শুরু হয়েছে ৪ নভেম্বর; চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে এই উৎসব। এতে ভোজনরসিকদের জন্য রয়েছে মজাদার সব খাবারের আয়োজন।
এবারের মিট ফেস্ট স্পনসর করেছে বাংলাদেশের প্রথম প্রিমিয়াম, হ্যান্ড-কাট, আর্টিজানাল মাংসের ব্র্যান্ড বাংলাকাট।
ডরীন-এর আন্তর্জাতিক মানসম্পন্ন শেফরা বাংলাকাটের সেরা মানের গরুর মাংস ব্যবহার করে চমৎকার সব ডিশ তৈরি করছেন। সেই সঙ্গে থাকছে মজাদার আরও পদের খাবারের সমাহার।
এসব খাবারের মধ্যে রয়েছে ক্লাসিক স্টাফট বিফ রাওলাদে উইথ স্পিনাচ অ্যান্ড সান্ড্রাইড টম্যাটো/ক্লাসিক রিব আই, ক্লাসিক বাটার কর্ন রাইস, তুস্কান বিফ লাজানিয়া, ব্রাজিলিয়ান হাম্প স্টেক, গ্রিল্ড টেন্ডারলইন, ক্লাসিক ল্যাম্ব শ্যাঙ্ক, স্পাইসি মিট বল, গ্রিল্ড ফিশ, লাইভ শর্মা স্টেশন, বিফ সালাদ, সুশি স্টেশন, রাশিয়ান পটেটো সালাদ, চকলেট ফন্ডান্ট, ক্রিম ব্রুলে, ফ্রুট টারট, ক্লাসিক তিরামিসু, চকলেট মুসসহ ৬০-এর অধিক আইটেম।
বাংলাকাট প্রিজারভেটিভ ছাড়া নন ফ্রোজেন ফ্রেশ গরুর মাংস সরবরাহ করে থাকে। গত এক বছরে তারা ১০ হাজারের বেশি কাস্টমারকে গরুর মাংস সরবরাহ করেছে। তাদের মাংসের কোয়ালিটি এবং প্রিমিয়াম মসলা মিট লাভারদের দেয় এক অসাধারণ অভিজ্ঞতা।
‘মিট লাভারস ফেস্ট পাওয়ারড বাই বাংলাকাট’-এ গ্রাহকরা বুফে ডিনার উপভোগ করতে পারবেন জনপ্রতি ৬ হাজার ৬০০ টাকায়। থাকছে বাই ওয়ান গেট টু অফার কিছু নির্দিষ্ট ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য।
ফেস্টিভ্যাল শেষে গ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে র্যাফল ড্র, যেখানে দুজন দম্পতি জিতে নিতে পারেন ইউএস বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্রি এয়ার টিকিট।
ফেস্টিভ্যালটিতে প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্য ডেইলি স্টার ও টেলিভিশন মিডিয়া পার্টনার চ্যানেল ২৪।
সরকারি সব নির্দেশনা মেনে বুফে ডিনারটির আয়োজন করা হয়েছে। ফেস্টিভ্যালটি উপভোগ করতে চাইলে অগ্রিম বুকিং বাধ্যতামূলক।
ডরীন এবং বাংলাকাট একত্রিত হয়ে সমস্ত মিট লাভারদের আমন্ত্রণ জানাচ্ছে বিশেষ সব মাংসের খাবার উপভোগ করতে।
বুকিং দিতে কল করতে হবে +৮৮০১৯৬৬৬৬২১৫২ এই নম্বরে।