অ্যাপলের আইফোন ১৩ সিরিজের হ্যান্ডসেট ক্রেতাদের কাছে পোঁছে দিতে শুরু করেছে গ্রামীণফোন।
প্রি-অর্ডার করা আইফোন গ্রামীণফোনের আকর্ষণীয় গিফট বক্স অফারের সঙ্গে অনলাইন চ্যানেল ও এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে হাতে পাচ্ছেন ক্রেতারা।
গত ২৮ অক্টোবর প্রি-অর্ডার সময়সীমা শেষের পর হ্যান্ডসেটগুলোর ডেলিভারি শুরু হয় এবং স্টক শেষ না হওয়া পর্যন্ত এই ডেলিভারি কার্যক্রম চলতে থাকবে বলে জানায় গ্রামীণফোন।
২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অ্যাপল আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার নেয় গ্রামীণফোন৷
প্রি-অর্ডার বান্ডেল অফারের মধ্যে ছিল গ্রামীণফোনের ব্র্যান্ডেড পোলো শার্ট, ল্যাপটপ ব্যাগ এবং কাঠের টেবিল অরগানাইজার।
সঙ্গে বিনামূল্যে ১৪ জিবি ফোরজি ইন্টারনেট, তিন মাসের জন্য জিপি স্টার প্লাটিনাম প্লাস স্ট্যাটাস, ৩৬ মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই সুবিধা (নির্দিষ্ট ব্যাংকের ক্ষেত্রে), ডিভাইসের বীমা সাবস্ক্রিপশন ফিতে ২০ শতাংশ ছাড় এবং বিশেষ স্টার পার্টনার ডিসকাউন্ট কুপন।
জিপি অনলাইন শপ, জিপি এক্সপেরিয়েন্স গুলশান, জিপি এক্সপেরিয়েন্স জিপি হাউস এবং জিপি এক্সপেরিয়েন্স চট্টগ্রামের মাধ্যমে প্রি-বুক অফারগুলো পান ক্রেতারা।