বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউপি নির্বাচন: ১৩ দিন বৈধ অস্ত্রও ব্যবহার নিষেধ

  •    
  • ৮ নভেম্বর, ২০২১ ১১:৫২

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। আশা করছি, বৈধ অস্ত্রধারীরা সরকারের নির্দেশনা মেনে চলবেন।’

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচনি এলাকায় বৈধ অস্ত্র ব্যবহার ও প্রদর্শন নিষিদ্ধ করেছে রংপুর জেলা প্রশাসন।

ভোটের ৭ দিন আগে ও পরের ৫ দিন এই আদেশ জারি থাকবে। এ বিষয়ে ৪ নভেম্বর একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন ।

তিনি জানান, আগামী ১১ নভেম্বর রংপুরের পীরগাছা উপজেলার ৮টি ইউনিয়নে ও পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ভোট হবে। প্রভাব মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সরকারের নির্দেশনা অনুযায়ী এই আদেশ জারি করেছে প্রশাসন। যা ৪ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। আশা করছি, বৈধ অস্ত্রধারীরা সরকারের নির্দেশনা মেনে চলবেন।’

এ বিভাগের আরো খবর