সুনামগঞ্জে নিজ বাসা থেকে জাতীয় গোয়েন্দা সংস্থায় (এনএসআই) কর্মরত এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার ভাড়া বাসায় থেকে রোববার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ইয়াকুব আলীর বাড়ি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কদমতলি গ্রামে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, তিনি জাতীয় গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত ৫ নভেম্বর তিনি ৫ দিনের ছুটি নিয়ে বাসায় এসেছিলেন। এটি আত্মহত্যা নাকি হত্যা তা তদন্তের পর বলা যাবে।
রোববার রাতে তার বাসার বাথরুমের কার্নিশ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।