পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
ইউনিয়নের বনকোলা বাজারে রোববার রাতে আওয়ামী লীগের প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
গুলিবিদ্ধ তিনজন হলেন বনকোলা গ্রামের মোতালেব, সাগর ও ফজলু। তাদের মধ্যে মোতালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী মল্লিক অভিযোগ করেন, রাত আনুমানিক ৮টার দিকে নৌকা প্রতীকের সমর্থকরা বনকোলা বাজারে গিয়ে তার সমর্থকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তার নির্বাচনি প্রচার কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
তিনি বলেন, ‘তারা আমার কর্মীদের কুপিয়ে ও গুলি করে আহত করেছে। নিশ্চিত পরাজয় জেনে নৌকার প্রার্থী আমাকে হত্যার ষড়যন্ত্র করছেন।’
পুড়িয়ে দেয়া প্রতীকী নৌকা
তবে হামলার অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী শফিউল ইসলাম বলেন, ‘আমার সমর্থকরা নৌকা নিয়ে মিছিল করতে গেলে আনারস প্রতীকের সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়। তারা নৌকার অফিস ভেঙে আগুন ধরিয়ে দেয়। আমার বেশ কয়েকজন কর্মীকে আনারসের সমর্থকরা আহত করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।