বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হলের রুম পরিষ্কারের সময় কর্মচারীকে সাপের কামড়

  •    
  • ৭ নভেম্বর, ২০২১ ২২:৩৮

রফিকুল ইসলাম বলেন, ‘সকালে খবর পেয়ে হলের শিক্ষার্থীদের সহায়তায় ঘরগিন্নি নামের সাপটি উদ্ধার করি। এর ইংরেজি নাম Common Wolf Snake। এটি একটি নির্বিষ(Nonvenomous) সাপ, এর দংশনে বিষক্রিয়া হয় না। এটি আমাদের পর্যবেক্ষণে আছে, যদি মনে হয় আমরা রিসার্চের কাজে ব্যবহার করব। সেটি না হলে ক্যাম্পাসের কোনো এক জায়গায় একে ছাড়া হবে।’ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে রুম পরিষ্কারের সময় সাপের কামড়ে এক কর্মচারী আহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত কর্মচারীর নাম বাচ্চু মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম।

তিনি জানান, আলাওল হলের ১১০ নম্বর রুম পরিষ্কারের সময় সাপটি বাচ্চুকে মিয়াকে কামড় দেয়। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, ‘সকালে খবর পেয়ে হলের শিক্ষার্থীদের সহায়তায় ঘরগিন্নি নামের সাপটি উদ্ধার করি। এর ইংরেজি নাম Common Wolf Snake। এটি একটি নির্বিষ(Nonvenomous) সাপ, এর দংশনে বিষক্রিয়া হয় না। এটি আমাদের পর্যবেক্ষণে আছে, যদি মনে হয় আমরা রিসার্চের কাজে ব্যবহার করব। সেটি না হলে ক্যাম্পাসের কোনো এক জায়গায় একে ছাড়া হবে।’

এ বিভাগের আরো খবর