মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার বালিগাঁও বলই এলাকায় বালিগাঁও-টঙ্গীবাড়ী সড়কে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বারেক শেখ। তার বাড়ি ময়মনসিংহে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গীবাড়ীর রংমেহার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বারেক হাসাইল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শফিকুল ইসলাম স্বপনের সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে বালিগাঁও বাজারে ব্যাংক থেকে টাকা তোলার জন্য বাড়ি থেকে বের হন বারেক। তবে টাকা না তুলেই বাড়ি ফিরছিলেন তিনি। পথে বলই এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে প্রকাশ্যে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই মারা যান বারেক। স্থানীয়রা জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনও মামলা হয়নি। ঘটনায় জড়িতদের পরিচয় উদ্ঘাটনে কাজ চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।