ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়লেও লঞ্চের ভাড়া দ্বিগুণ বাড়ানোর দাবি নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে বৈঠকে বসেছেন লঞ্চমালিকরা।
রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএর কার্যালয়ে রোববার বেলা সাড়ে ৩টার দিকে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
বৈঠকে কিলোমিটারপ্রতি ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকরা।
তাদের প্রস্তাবে বলা হয়েছে, আগে প্রতি কিলোমিটারে লঞ্চযাত্রীপ্রতি ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। সেখান থেকে ৩ টাকা ৪০ পয়সা নির্ধারণ করার প্রস্তাব দেয়া হয়েছে।
বৈঠকের আগে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চমালিকদের কাছ থেকে একটি প্রস্তাব পাওয়া গেছে। আমরা সে বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেব।’
বৈঠকে লঞ্চ মালিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত রয়েছেন।
মালিক সমিতির সহসভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘২০১৩ সালের পর লঞ্চের ভাড়া বাড়ানো হয়নি। আমরা লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। ৮ নভেম্বর এ-সংক্রান্ত বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এরই মাঝে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এ জন্য লঞ্চ চালাতে হলে এই মুহূর্তে ভাড়া বাড়ানো আবশ্যক।’