রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত আশরাফুল আলম বাচ্চুর বাড়ি জামালপুর সদর উপজেলার ছোট বশিয়াপাড়া গ্রামে। স্ত্রী ও সন্তানদের নিয়ে মিরপুরের শেওড়াপাড়ায় থাকতেন। জাবির ডেপুটি কম্পট্রোলার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন রেজাউল মাসুম বলেন, ‘আশরাফুল তার পরিবার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাদের রেখে স্ত্রীর বড় বোনের মেয়েকে (ভাগনি) নিয়ে আমার খিলগাঁওয়ের বাসায় আসছিলেন।
‘এখানে ভাগনিকে রেখে যাওয়ার কথা ছিল। আগামী ১০ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তার ভাগনির।’
তিনি আরও বলেন, ‘আশরাফুল তিস্তা ট্রেনে জামালপুর থেকে ঢাকায় আসার পথে খিলগাঁও রেলক্রসিংয়ের কাছে ট্রেন থামলে সেখানে নামেন। ট্রেন থেকে নেমে মাত্র কয়েক পা এগোলে বিপরীত দিক থেকে আসা ট্রেন ধাক্কা দিলে ছিটকে পড়েন তিনি।
‘চিকিৎসার জন্য স্থানীয় জনগণ তাকে খিলগাঁও খিদমাহ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
অসাবধানতার কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি রেলওয়ে থানার এসআই আশরাফের।