বাস ধর্মঘটের তৃতীয় দিনেও সাভারে বেড়েছে বাসের সংখ্যা। তবে রাস্তায় দাপটে চলতে দেখা গেছে লেগুনা, অটোরিকশা ও ভ্যান। শ্রমিকরা কাজে যোগ দিতে এসব যানবাহন ব্যবহার করছেন। তবে ধর্মঘটের প্রথম দিন বাস ভাড়া বেশি নেয়া হয়েছে বলে তারা অভিযোগ করলেও তৃতীয় দিনে ভাড়া স্বাভাবিক বলে জানিয়েছেন।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু নিউজবাংলাকে বলেন, ‘আমি গতকাল ভোরে সাভার থেকে কালিয়াকৈর আমার কর্মক্ষেত্রে বাসেই গিয়েছি। তবে ভাড়া রাখা হয়েছে বেশি। কারণ বাস চলাচল কম করেছে। আর সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশায় আড়াই শ টাকা দিয়ে সাভার এসেছি।
‘তবে ধর্মঘটের গত দুই দিনের তুলনায় আজ সাভারে গণপরিবহনের অনেক চাপ ছিল। আর অনেক কারখানা নিজস্ব পরিবহনে শ্রমিকদের আনা-নেয়া করেছে। এ জন্যও সড়কে যানবাহন বেশি।’
তিনি আরও বলেন, ‘তবে সাভারে অলরেডি পরিবহন ভাড়া বেড়ে গেছে। স্বঘোষিতভাবেই বেশি ভাড়া আদায় করছে বাসগুলো। সাভার পরিবহনে বাইপাইল থেকে জিরানির ভাড়া আমার কাছে ৫ টাকা বেশি রাখছে। জিজ্ঞাসা করলে, বাসের স্টাফরা বলছে কিছু করার নাই, ভাড়া বেশি দিতেই হবে।’
বাইপাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাজল নিউজবাংলাকে বলেন, ‘ধর্মঘটের প্রথম দিন সড়কে বাসের সংখ্যা অনেক কম ছিল। গত দুই দিনে সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। আজ সেই সংখ্যা আরও বেশি।
‘তবে শ্রমিকদের চলাচলের জন্য আমরা এই কয়দিন ব্যাটারিচালিত যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি। যাতে শ্রমিকরা গার্মেন্টসে যাতায়াত করতে পারেন।’