বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেট্রাপোল বন্দরে ১১টি তুলার গাড়িতে আগুন

  •    
  • ৭ নভেম্বর, ২০২১ ১২:০৭

ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শনিবার রাত ১০টার দিকে পেট্রাপোল বন্দর থেকে ২ কিলোমিটার দূরে জয়ন্তিপুর লক্ষি ট্রাক পার্কিংয়ে একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে পাশে থাকা আরও ১০টি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোলে তুলার গাড়িতে লাগা আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

পেট্রাপোল বন্দর এলাকার লক্ষি পাকিংয়ে শনিবার রাতে ১১টি তুলার গাড়ি আগুনে পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।

ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শনিবার রাত ১০টার দিকে পেট্রাপোল বন্দর থেকে ২ কিলোমিটার দূরে জয়ন্তিপুর লক্ষি ট্রাক পার্কিংয়ে একটি গাড়িতে আগুন ধরে যায়।

পরে পাশে থাকা আরও ১০টি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অন্যান্য গাড়িগুলোকে অন্যস্থানে সরিয়ে নেয়া হয়।

তিনি আরও জানান, রাত ১১ টার দিকে হাবড়া, বনগা ও গোবরাডাংগা থেকে কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণ করে। ৫ ঘণ্টা চেষ্টার পর ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কিভাবে আগুন ধরেছে বা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পরে জানানো হবে বলেও জানান কার্তিক।

বেনাপোল বন্দরের স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘ওপারের ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি, বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা শনিবার রাতে লক্ষি পাকিংয়ে ১১টি তুলার গাড়িতে আগুন লেগেছিল। রোববার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন তরফদার বলেন, ‘আগুন লাগার ঘটনা শুনেছি। তুলার আমাদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

এ বিভাগের আরো খবর