বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৬ শতাধিক ছাত্রীর পাঠদানে শিক্ষক ৬ জন

  •    
  • ৭ নভেম্বর, ২০২১ ০৮:৫২

বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানে এখানে শিক্ষকের পদ রয়েছে ১১টি। এর মধ্যে গণিত, ইংরেজি, বাংলাসহ পাঁচটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এমনকি দপ্তরি, অফিস সহকারী ও নৈশ প্রহরীর পদও শূন্য।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাধ্যমিক স্তরে একমাত্র সরকারি নারী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষক-কর্মচারী সংকটে অর্ধশত বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানটি চলছে ধুঁকে ধুঁকে।

বিদ্যালয়টিতে সাড়ে ছয় শতাধিক শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত শিক্ষক রয়েছেন মাত্র ছয়জন। গণিত, ইংরেজি, বাংলার শিক্ষকের পদগুলো রয়েছে শূন্য।

বোয়ালমারী পৌর সদরে ১৯৬৫ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ১৯৮৮ সালে জাতীয়করণের আওতায় আসা প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা ৬৫৪। তাদের মধ্যে ষষ্ঠ শ্রেণিতে ১৩৯ জন, সপ্তম শ্রেণিতে ১৪২, অষ্টম শ্রেণিতে ১৩৬, নবম শ্রেণিতে ১৪১ ও দশম শ্রেণিতে ৯৭ জন ছাত্রী পড়াশোনা করছে।

বিদ্যালয় থেকে জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানে এখানে শিক্ষকের পদ রয়েছে ১১টি। এর মধ্যে গণিত, ইংরেজি, বাংলাসহ পাঁচটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এমনকি দপ্তরি, অফিস সহকারী ও নৈশ প্রহরীর পদও শূন্য। নিয়মিত ছয়জন এবং খণ্ডকালীন চারজন শিক্ষক দিয়ে কোনো মতে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

সেই হিসাবে এই বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত হচ্ছে ১:১০৯। অথচ সরকারি হিসাবে মাধ্যমিকে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত হওয়ার কথা ১:৩০। জাতীয় শিক্ষানীতি-২০১০-এ এমন পরিকল্পনা নেয়া হয়। যার অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২০১৮ সালকে।

অভিভাবকদের অভিযোগ, বড় শহরের সরকারি স্কুলে শিক্ষকের পদ খালি না থাকলেও বোয়ালমারী প্রান্তিক এলাকায় হওয়ায় এখানে শিক্ষক সংকট লেগে আছে বছরের পর বছর।

গত পাঁচ বছর ধরে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক এবং দুই বছরের বেশি সময় ধরে সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ২০১৭ সালের ২৬ জানুয়ারি থেকে এই স্কুলে প্রধান শিক্ষক নেই। আর সহকারী প্রধান শিক্ষক নেই ২০১৯ সালের ১৮ জুলাই থেকে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ২০১৯ সালের ১৮ জুলাই থেকে দায়িত্বে আছেন এ টি এম চুন্নু মিয়া।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ টি এম চুন্নু মিয়া জানান, বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীর সংখ্যা অপ্রতুল। জনবল সংকটের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের শূন্য পদ পূরণের জন্য গত সেপ্টেম্বরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালকের কাছে আবেদন করা হয়েছে।

বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রক্রিয়াধীন। শিগগির সব শূন্য পদ পূরণ করা হবে।’

এ বিভাগের আরো খবর