বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকা প্রতীকে আগুন, অফিস ভাঙচুর

  •    
  • ৬ নভেম্বর, ২০২১ ১৯:৫৯

নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার সরদার বলেন, ‘গোপালপুর ইউনিয়নের ধজীতে আমার একটি নির্বাচনি কার্যালয় আছে। কার্যালয়ের সামনে বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা প্রতীক তৈরি করে রেখেছি। শুক্রবার রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরহাদ মাতুব্ব‌রের কর্মীরা ওই প্রতীকী নৌকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে এবং নৌকার নির্বাচনি অফিস ভাঙচুর করেছে।’

মাদারীপুরের ডাসারে গোপালপুর ইউ‌নিয়‌নে নৌকা প্রতীকে আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রার্থী।

শুক্রবার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধর্জী গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে গিয়ে দেখা যায়, নৌকার প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর করে প্রতীক পুড়িয়ে দেয়া হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী নেতাকর্মীরা। এ নিয়ে এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী।

গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার সরদার বলেন, ‘গোপালপুর ইউনিয়নের ধজীতে আমার একটি নির্বাচনি কার্যালয় আছে। কার্যালয়ের সামনে বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা প্রতীক তৈরি করে রেখেছি। শুক্রবার রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরহাদ মাতুব্ব‌রের কর্মীরা ওই প্রতীকী নৌকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে এবং নৌকার নির্বাচনি অফিস ভাঙচুর করেছে।’

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরহাদ মাতুব্বর বলেন, ‘আমার কোনো কর্মী নৌকায় আগুন দেয়নি। আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করছে তারা।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর