বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইভ্যালির বোর্ড সদস্যরা সম্মানী পাবেন কীভাবে

  •    
  • ৬ নভেম্বর, ২০২১ ১৯:১৯

ইভ্যালি সংক্রান্ত পর্ষদের প্রধান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, পর্ষদ পরিচালনার জন্য অর্থ দরকার। অর্থ না পেলে কীভাবে কর্মকাণ্ড পরিচালনা করা যাবে? এ বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে। প্রয়োজন হলে নিম্ন আদালতে গিয়ে অ্যাকাউন্ট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ইভ্যালি নিয়ে হাইকোর্টের নির্দেশে গঠিত বোর্ডের কর্মকাণ্ড পরিচালনা হবে কীভাবে? অফিস পরিচালনা এবং সম্মানী বাবদ ব্যয় মেটাতে অর্থের উৎস এখনও বের করা হয়নি। পেমেন্ট গেটওয়ে এবং ব্যাংকের কাছে ইভ্যালির অর্থ জমা থাকলেও সেই টাকা কীভাবে তোলা যাবে, তা এখনও ঠিক হয়নি। চার সদস্যের সম্মানী ইভ্যালি থেকে পরিশোধের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

ইভ্যালি সংকট উত্তরণে বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এ বোর্ড ধানমন্ডিতে ইভ্যালি অফিসে এরই মধ্যে প্রথম বৈঠক করেছে। তবে বৈঠকের জন্য বোর্ড প্রধান, সদস্যদের সম্মানী এবং অফিস পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান হয়নি। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই অর্থ ইভ্যালি থেকে নেবার কথা থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় দেয়া সম্ভব হচ্ছে না।

বোর্ড প্রধান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, পর্ষদ পরিচালনার জন্য অর্থ দরকার। অর্থ না পেলে কীভাবে কর্মকাণ্ড পরিচালনা করা যাবে? এ বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে। প্রয়োজন হলে নিম্ন আদালতে গিয়ে অ্যাকাউন্ট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বোর্ডে যারা আছেন

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি লিমিটেডের ব্যবস্থাপনায় চার সদস্যের বোর্ড বা পর্ষদ গঠন করে দিয়েছেন হাইকোর্ট। বোর্ড চেয়ারম্যান হিসেবে আছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

এ ছাড়া পর্ষদ সদস্য আছেন অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আছেন ফখরুদ্দিন আহমেদ, আইনজীবী হিসেবে খান মোহাম্মদ শামীম আজিজ। আর সরকারি বেতনে ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন সরকারের অতিরিক্ত সচিব মাহবুব কবির।

কার কতো সম্মানী

পর্ষদের সম্মানী নির্ধারণ করে দিয়েছে হাইকোর্ট। প্রতি বৈঠকের জন্য বোর্ড প্রধান পাবেন ২৫ হাজার টাকা। আর বার্ষিক সাধারণ সভার জন্য তাকে দেয়া হবে ২ লাখ টাকা।

পর্ষদের বাকি তিন সদস্য প্রতি বৈঠকের জন্য পাবেন ১০ হাজার টাকা করে। আর বার্ষিক সাধারণ সভার জন্য পাবেন ১ লাখ টাকা করে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবির বর্তমান অতিরিক্ত সচিব পদমর্যাদার বেতন পাবেন সরকার থেকে। আর এই সময়ে সরকারি চাকরি থেকে অবসরে গেলে একই বেতন দেয়া হবে ই-ভ্যালি থেকে। ই-ভ্যালি থেকে পরিশোধ করা হবে সদস্যদের এ সম্মানী।

সম্মানী নেবার উপায়

ই-ভ্যালির পরিচালনা বোর্ডের প্রথম বৈঠক শেষে বিফ্রিংয়ে বোর্ড প্রধান বলেন, ধানমন্ডি কার্যালয়ের নিচে একটি গুদামের সন্ধান পাওয়া গেছে, সেখানে বন্ধ অবস্থায় পাওয়া গেছে দুটি সিন্দুক। ধারণা করা হচ্ছে, সেই সিন্দুকের মধ্যে অর্থ অথবা ব্যাংকের চেক থাকতে পারে।

বলা হয়, ব্যাংকের চেক পাওয়া গেলে তা অর্থ উত্তোলনে সহায়তা করবে। এ ছাড়া জেলে থাকা ইভ্যালির শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদেও অর্থের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে। ধারণা করা হয়, বিদেশে পাচার করা হয়েছে অর্থ। তাই দেশে কত অর্থ আছে, তা এখনও ঠিক করে বলা মুশকিল।

বোর্ডের কতো সময় প্রয়োজন

ইভ্যালি সংকট সুরাহায় কতো সময় নেবে হাইকোর্ট গঠিত এ পর্ষদ? পর্ষদ প্রধান বিচারপতি মানিক জানান, কমপক্ষে ছয় মাস প্রয়োজন। তিনি বলেন, সম্পদ কী আছে, দায়দেনা কতো, তা নিরুপণ করতে হবে। এ ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে পাওনা আহ্বান করা হবে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে বেশিরভাগ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। সে ক্ষেত্রে পাচার করা অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হবে। তিনি বলেন, পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার উদাহরণ আছে। তাই যে দেশেই অর্থ পাচার করা হোক, তা আনা সম্ভব।

দায়-দেনা কতো?

আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে ইভ্যালির সিইও ও চেয়ারম্যান র‌্যাবকে দায় দেনার তথ্য দিয়েছেন। তারা জানিয়েছেন, ইভ্যালির দায় ১ হাজার কোটি টাকা। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইভ্যালির দেনা দাঁড়িয়েছে ৪০৩ কোটি টাকা। আর তাদের সম্পদ ৬৫ কোটি টাকা।

নানা পণ্য বাবদ গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নেয়া হয়েছে ২১৪ কোটি টাকা। গ্রাহক এবং অন্যান্য কোম্পানির কাছে বকেয়া আছে ১৯০ কোটি টাকা।

র‌্যাবকে তারা জানিয়েছেন, ই-ভ্যালিতে আগে প্রায় ২ হাজার স্টাফ ছিল। এ ছাড়া ১ হাজার ৭০০ অস্থায়ী কর্মী ছিল। কর্মীদের মাসিক বেতর বাবদ দেয়া হতো ৫ কোটি টাকা। গত জুন থেকে অনেকের বেতন বকেয়া রয়েছে।

এ বিভাগের আরো খবর