রাজধানীর সবুজবাগের মায়াকানন এলাকা থেকে রাজীব চক্রবর্তী নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা বলছেন, চাকরি না পাওয়ার হতাশা থেকে আত্মহত্যা করেছেন তিনি।
শুক্রবার রাত ১টার দিকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ভাই রাজেশ চক্রবর্তী বলেন, ‘রাতে সে টিউশনি শেষ করে সে বাসায় আসে। পরে তার রুমে চলে যায়। রাত ১১টার দিকে তাকে খাবার খাওয়ার জন্য ডাক দিলে সে আর দরজা খোলেনি।
তিনি বলেন, ‘পরে আবার ডাকার পরেও দরজা না খোলায় আমরা বাড়িওয়ালাকে ডেকে আনি। দরজার ফাঁক দিয়ে দেখি সে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। সবুজবাগ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
রাজেশ বলেন, ‘সে তিন বছর আগে পড়ালেখা শেষ করেছে, তবে করোনার কারণে কোথাও কোনো চাকরি হচ্ছে না। সে আমাকে বলত, দাদা পড়ালেখা শেষ করলাম কিন্তু চাকরি পাই না। এই টিউশনি করে কীভাবে চলবে? সে সবসময় চাকরি নিয়ে হতাশ ছিল। আমাদের ধারণা, আমার ভাই হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবির দেবনাথ বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’