দেশে এখনও করোনা রয়েছে জানিয়ে নির্বাচনি প্রচারে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মানিকগঞ্জ সদরের গড়াপাড়া শুভ্র সেন্টারে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শনিবার দুপুরে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় দৌড়াদৌড়ি, মিটিং-মিছিল এবং এদিক-সেদিক যাওয়া হয়। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নির্বাচনের মাধ্যমে যাতে করোনা বৃদ্ধি না পায়, সে বিষয়ে লক্ষ রাখতে হবে। না হলে করোনা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে না থাকলে দেশে সব কিছু ব্যাহত হয়। অর্থনীতি, লেখাপড়া, স্বাভাবিক কাজ-কর্ম এবং উন্নয়নের কাজ ব্যাহত হয়। কাজেই করোনা ও স্বাস্থ্যবিধির বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।
‘দেশে এখনও করোনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সফলভাবে করোনা নিয়ন্ত্রণে আছে। এই পরিস্থিতি বজায় রাখতে হবে।’
ভোটে দলের ঐক্য ধরে রাখার কথাও বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এ নেতা। বলেন, ‘আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আমরা নিজেরা না। আমাদের প্রতিদ্বন্দ্বী আমাদের বিরোধীরা। স্বাধীনতা বিপক্ষের শক্তিরা।
‘যারা এ দেশে শান্তি, স্বাধীনতা চায় নাই, তারাই আসলে আমাদের বিরোধী। কাজেই আমরা নিজেরা কখনই নিজেদের বিরোধী ভাববো না।’
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহসভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টারসহ দলের নেতা-কর্মীরা।