নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতার সমর্থকদের ছুরিকাঘাতে নৌকার প্রার্থীসহ তিনজন আহত হয়েছেন। তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ইউনিয়নের বিপিনগঞ্জ বাজারে হামলার ওই ঘটনা ঘটে।
বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করলেও দলটির এক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন।
আহতরা হলেন নৌকার প্রার্থী সুব্রত সাংমা, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির কাজল।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামছুল হক উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়ালসহ ২৭ জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম জানান, বৃহস্পতিবার বিকেলে বিপিনগঞ্জ বাজারে নৌকার প্রার্থী সুব্রত সাংমা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল প্রচারে যান। সেখানে নির্বাচনি বিষয় নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
এর জেরে রাত ৮টার দিকে আব্দুল আউয়াল, তার অনুসারী শামীম, বারেক, হান্নান, নূরে আলম, খোকন, হেকিমসহ ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে বিপিনগঞ্জ বাজারে সুব্রত সাংমা ও তার কর্মীদের ওপর হামলা চালান।
ওই সময় ছুরিকাঘাতে ও মারধরে আহত হন নৌকার প্রার্থী সুব্রত সাংমাসহ তার দুই সমর্থক কামরুল ইসলাম ও জাহাঙ্গীর কবির কাজল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
ওসি আরও জানান, ঘটনার পর স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আউয়ালসহ আসামিরা পালিয়েছেন। তাদের ধরতে অভিযান চলছে।