শীত মৌসুম চলে এলেও ডেঙ্গুর প্রকোপ সেভাবে কমছে না। শুক্রবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৩ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ২৪ হাজার ৩৮০ জন। তাদের মধ্যে মারা গেছে ৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ জন। বাকি ১৪ জন ভর্তি হয়েছে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৮০ জন। তাদের মধ্যে শুরুর ছয় মাসে হাসপাতালে ভর্তি হয় ৭৬২ জন। এ বছরের জুলাইয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। ওই মাসে রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৬ জন। এই মাসে মারা যায় ১২ জন। আগস্টে ডেঙ্গু রোগী ছিল ৭ হাজার ৬৯৮ জন। এই মাসে মারা যায় ৩৪ জন। সেপ্টেম্বরে রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ৮৪১ জন। এই মাসে মৃত্যু হয় ২৩ জনের। অক্টোবরে হাসপাতালে ভর্তি হওয়া ৫ হাজার ৪৫৪ ডেঙ্গু রোগীর মধ্যে মারা যায় ২৩ জন। চলতি মাসে পাঁচ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৫ জন। তাদের মধ্যে মারা গেছে ৩ জন।
কন্ট্রোল রুম আরো জানায়, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪ হাজার ৩৮০ জনের মধ্যে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে ২৩ হাজার ৫৮০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ৭০৫ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৫৪৫ রোগী।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৯৫ জনের মৃত্যু হয়েছে।