বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিকনিক স্পট থেকে উদ্ধার কুমির, অজগর, শজারু

  •    
  • ৫ নভেম্বর, ২০২১ ১১:৩৯

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, ‘বন্যপ্রাণী পোষা সংক্রান্ত যথাযথ কাগজপত্র না থাকায় খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহায়তায় প্রাণীগুলো উদ্ধার করা হয়েছে।’

সাতক্ষীরার পিকনিক স্পটে অভিযান চালিয়ে কুমির, অজগর সাপ, বানরসহ ২১ ধরনের ৫৯টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগ।

শহরের উপকণ্ঠ খড়িবিলার মোজাফফর গার্ডেনের সংরক্ষিত এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে এগুলো উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বৃহস্পতিবার রাতে নিউজবাংলাকে বলেন, ‘বন্যপ্রাণী পোষা সংক্রান্ত যথাযথ কাগজপত্র না থাকায় খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহায়তায় প্রাণীগুলো উদ্ধার করা হয়েছে।

‘এগুলোর মধ্যে আছে দুটি কুমির, দুটি অজগর, তিনটি বাজপাখি, একটি উল্লুক, ছয়টি বানর, দুটি শজারু, ১০টি অতিথি পাখি, দুটি অস্ট্রেলিয়ান হনুমান, চারটি গুইসাপ, একটি মদনটাক ও দুটি ঈগল।’

অভিযানের সময় গার্ডেনের মালিক খায়রুল মোজাফফর মন্টু উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় প্রধান নির্মল কুমার পাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জানান, প্রাণীগুলো বন বিভাগের হেফাজতে আছে। প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারে, এমন পরিবেশে তাদের অবমুক্ত করা হবে। ঢাকা বন বিভাগ ভালুক, শজারু ও বানর অবমুক্ত করবে। বাকি প্রাণীর আবাস সুন্দরবনকেন্দ্রিক হওয়ায় তাদের খুলনা বন বিভাগ অবমুক্ত করবে।

রোববার এ ঘটনায় মামলার সিদ্ধান্ত হবে বলে জানান এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর