বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আমি ডাকাত’ বলে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থী

  •    
  • ৪ নভেম্বর, ২০২১ ২২:৪৪

চেয়ারম্যান প্রার্থী আলী আমজাদ তালুকদার বলেন, ‘আপনারা সবাই জানেন আমি একজন ডাকাত মানুষ। পুরো উপজেলার নারী-পুরুষ আমাকে চেনে। আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছি। যেদিনই নির্বাচন হোক, কোনো চোরের মুখে আওয়াজ থাকবে না।’

‘ডাকাত ছিলাম বলে আমাকে সবাই চেনে’- নির্বাচনি প্রচারে এমন কথা বলেছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৫ নম্বর শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলী আমজাদ তালুকদার।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১ অক্টোবর উপজেলার শিবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচার করেন আলী আমজাদ। সন্ধ্যার পর সেখানে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় হাজারো মানুষের উপস্থিতিতে কথাগুলো বলেন তিনি।

এবার তিনি দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

তার এই বক্তব্য শুধু নির্বাচনি সভা মাঠে সীমাবদ্ধ থাকেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্যটি ঝড় তুলেছে।

তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন আমি একজন ডাকাত মানুষ। পুরো উপজেলার নারী-পুরুষ আমাকে চেনে। আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছি। যেদিনই নির্বাচন হোক, কোনো চোরের মুখে আওয়াজ থাকবে না।’

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আবার নিজেকে ভালো মানুষ দাবি করেন। তিনি চোরও না, ডাকাতও না বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে আলী আমজাদ তালুকদার বলেন, ‘প্রতিপক্ষ প্রার্থীর লোকজন আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমার কর্মীদের নির্বাচনি প্রচারে বাধা দিচ্ছে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলছে। এ জন্য আমি এমন বক্তব্য দিয়েছি।’

এ বিভাগের আরো খবর