বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার সারা দেশে বাস ধর্মঘটের ডাক

  •    
  • ৪ নভেম্বর, ২০২১ ২২:১২

সমস্যাটি তৈরি হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে। তেলের দাম এক লাফে ২৩ শতাংশ বেড়েছে। অতীতে তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ হয়েছে। এবার তেলের বাড়তি দাম কার্যকর হওয়ার চতুর্থ দিনে ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক ডেকেছে বিআরটিএ। সেটিও আবার ডাকা হয়েছে পরিবহনমালিকদের চিঠি পেয়ে। 

ডিজেলের দাম বাড়ানোর কারণে বাসভাড়া পুনর্নির্ধারণে সরকারের বৈঠক ডাকার মধ্যেই বিভিন্ন জেলায় যাত্রী পরিবহন বন্ধ করে দেয়ার ঘোষণার মধ্যে কেন্দ্রীয়ভাবে পরিবহন মালিক সমিতিও শুক্রবার থেকে বাস চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এসব ঘোষণায় ঢাকায় শুক্রবার হতে যাওয়া অন্তত ২৬টি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা আছেন দুশ্চিন্তায়। কারণ তারা সবাই ঢাকা আছেন এমন নন। পরীক্ষার ভোরেও রওনা দেন অনেকে।

সমস্যাটি তৈরি হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে। তেলের দাম এক লাফে ২৩ শতাংশ বেড়েছে। অতীতে তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ হয়েছে। এবার তেলের বাড়তি দাম কার্যকর হওয়ার চতুর্থ দিনে ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক ডেকেছে বিআরটিএ। সেটিও আবার ডাকা হয়েছে পরিবহনমালিকদের চিঠি পেয়ে।

বুধবার রাত ১২টা থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়ে গেছে ১৫ টাকা। এতে খরচ বেড়ে যাওয়ায় ট্রাক, কাভার্ড ভ্যান ও লরিমালিকরা শুক্রবার ভোর থেকে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন।

বাসমালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএকে চিঠি দিয়ে যৌক্তিক হারে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে। এতে বলা হয়েছে, জেলায় জেলায় পরিবহনমালিকরা সমিতিকে বলেছেন ভাড়া না বাড়ালে তাদের লোকসান হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বিকেল পর্যন্ত কেন্দ্রীয়ভাবে বাস চালানোর কথা জানিয়েছেন। তবে রাতে তিনি সিদ্ধান্ত পাল্টানোর কথা বলেন।

নিউজবাংলাকে রাত ১০টার দিকে তিনি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) কোনো গণপরিবহন চলবে না। জেলার পরিবহনমালিকরা তাদের পরিবহন না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় আমরা তাদের এই অবস্থানকে সমর্থন করেছি।

‘আগামী রোববার বিআরটিএর সঙ্গে আমাদের বৈঠক আছে। বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ করা না হলে আরও কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নেব।’

এর আগে বাস চালানো বন্ধ রাখার ঘোষণা দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘গতকাল (বুধবার) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়া হয়। ৮০ টাকা করে ডিজেল ও তেল কিনে গাড়ি চালানো আমাদের পক্ষে সম্ভব নয়।

‘কাল থেকে আমাদের তেল নেয়া বন্ধ হয়ে গেছে। আজকে অনেক গাড়ির মালিক রাস্তায় গাড়ি নামাননি। এত বাড়তি দামে কিনে গণপরিবহন চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। হঠাৎ ডিজেলের এই দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। তাই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।’

সিলেটে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির জরুরি সভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘোষণা দেয়া হয়।

সংগঠনটির সভাপতি আবুল কালাম জানান, শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সিলেটে সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখা হবে। এর মধ্যে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘যে হারে ডিজেলের দাম বাড়ানো হয়েছে, তাতে গাড়ি চালিয়ে লাভের চেয়ে লোকসানই হবে। সিলেট থেকে জকিগঞ্জ বাস নিয়ে যেতে এখন প্রায় ৩ হাজার টাকার ডিজেল লাগবে। অথচ পুরো গাড়িভর্তি করে যাত্রী তুললেও সে টাকা উঠবে না।’

৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয়া হয়েছে সুনামগঞ্জেও।

জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ সন্ধ্যায় এ ঘোষণা দেয়। এতে একাত্মতা পোষণ করে জেলা সড়ক বাস মালিক সমিতি।

সভায় দুই দিনের ধর্মঘট শেষে রোববার মালিক-শ্রমিকরা আবার বৈঠক বসবেন বলে সিদ্ধান্ত হয়।

সুনামগঞ্জ জেলা সড়ক বাস মালিক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল বলেন, ‘যে হারে ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তাতে এই ভাড়াতে আমরা শ্রমিকদের মজুরি ও তেল খরচ দিয়ে লাভ কিছুই পাবও না।’

কুমিল্লায় ধর্মঘটের ডাক এসেছে অনির্দিষ্টকালের জন্য।

কুমিল্লা জেলা সড়ক পরিবহনের মালিক গ্রুপের সভাপতি কবির আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘তেলের দাম বৃদ্ধিতে আজকে পরিবহন মালিকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন শুক্রবার থেকে গাড়ি চালাবেন না। বাস ও ট্রাকমালিকদের অনুরোধে আমরা সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানাতে বাধ্য হয়েছি।’

শুক্রবার সকাল থেকে বাস চলবে না দিনাজপুরেও।

জেলা মোটর পরিবহন মালিক গ্রুপ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও দিনাজপুর ট্রাক-ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা একযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন।

তারা জানান, সকাল থেকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যাবে না। ট্রাক, কাভার্ড ভ্যানও ছেড়ে যাবে না।

ধর্মঘটের ডাক এসেছে সীমান্ত জেলা যশোর থেকেও।

জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি বাবলুর রহমান বলেন, ‘হঠাৎ করে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি কোনোভাবেই মেনে নেয়া যায় না। আগেও কয়েক দফা ডিজেলের মূল্য বেড়েছে। তবে সে সময় লিটার প্রতি ৫-৬ টাকা বৃদ্ধি পেয়েছে।’

প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন চট্টগ্রাম থেকে সিফায়াত উল্লাহ, সিলেট থেকে দেবাশিষ দেবু, সুনামগঞ্জ থেকে মোসাইদ আহমেদ রাহাত, কুমিল্লা থেকে মাহফুজ নান্টু, দিনাজপুর থেকে কুরবান আলী ও বেনাপোল থেকে রাশেদুর রহমান রাশু।

এ বিভাগের আরো খবর