ইজিবাইকের ব্যাটারি চার্জ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে ওবায়দুল ইসলাম নামে যুবকের। তিনি ইজিবাইকের চালক।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সিঙ্গার মোড়ে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, ওবায়দুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সিদ্ধিরগঞ্জের সিঙ্গার মোড়ে ভাড়া বাসায় থেকে তিনি ইজিবাইক চালাতেন। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি গাড়ির ব্যাটারি চার্জ দিতে সিঙ্গার মোড়ের একটি গ্যারেজে ঢুকেছিলেন। সেখানেই দুর্ঘটনার শিকার হন। পরে হাসপাতালে নিলে বিকেল সোয়া ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্যারেজমালিক সামিউল ইসলাম বলেন, ‘অন্য একটি গাড়ির কাজে আমি ব্যস্ত ছিলাম। এ সময় ওবায়দুল নিজেই ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। কিন্তু তাকে বাঁচাতে পারিনি।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সিদ্ধিরগঞ্জ থেকে আনা ওবায়দুলকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।