আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেব্ল টেলিভিশন লাইন ডিজিটাল করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে টিভি কেব্ল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে। স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা চালু রাখতে ডিশ কেব্ল গ্রাহকদের এই সময়ের মধ্যে কেব্ল বা ফিড অপারেটরের সহযোগিতায় অ্যানালগ পদ্ধতির বদলে ডিজিটাল সেট টপ বক্স স্থাপনের অনুরোধ করা হলো।
সেট টপ বক্স না বসালে নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না বলেও জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
এর আগে রোববার সচিবালয়ে নিজের দপ্তরে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেব্ল অপারেটস অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকের পর ৩০ নভেম্বরের মধ্যে কেব্ল লাইন ডিজিটাল করার কথা জানিয়েছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
ওই সময় তথ্যমন্ত্রী বলেছিলেন, ‘এই সময়ের মধ্যে প্রত্যেক গ্রাহককে সেট টপ বক্স বসাতে হবে। এটি যদি না বসে তাহলে ৩০ নভেম্বরের পর টিভি দেখার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে।’