বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফুটপাতে পচে যাচ্ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

  •    
  • ৪ নভেম্বর, ২০২১ ১৯:২১

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ফুটপাত থেকে ওই ব্যক্তিটির প্রায় পচতে থাকা মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে দেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের ফুটপাতে দীর্ঘ সময় মরে পড়েছিলেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। পরে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চল্লিশোর্ধ্ব ওই ব্যাক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক এও জানান, উদ্ধারের বেশ কয়েক ঘণ্টা আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাই মরদেহে পচনও দেখা দিয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ফুটপাত থেকে ওই ব্যক্তিটির প্রায় পচতে থাকা মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে দেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি জানান, মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকেও খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম শনাক্ত করার চেষ্টা করা হবে।

ঘটনাস্থালের আশপাশের লোকজন দাবি করেন, মরে পড়ে থাকা ওই ব্যক্তিটি একজন ভবঘুরে। যেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানেই তিনি থাকতেন এবং ঘুমাতেন।

শাহবাগ থানার এসআই টিপু সুলতান বলেন, ‘মৃতদেহটি প্রায় পচতে শুরু করেছিল। তবে একটু শীত থাকায় তেমন কোনো গন্ধ পাওয়া যায়নি।’

এ বিভাগের আরো খবর