বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৪৫ বছর পর বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার শুরু

  •    
  • ৪ নভেম্বর, ২০২১ ১৭:২১

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজুর রহমান বলেন, ‘এই প্রথম বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হলো। এখন সিজারিয়ান, অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডারের স্টোনসহ বিভিন্ন অস্ত্রোপচারের জন্য গরীব অসহায়দের সর্বস্ব বিক্রি করে প্রাইভেট হাসপাতালগুলোতে যেতে হবে না।’

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছিল ১৯৭৬ সালে। তবে প্রতিষ্ঠার ৪৫ বছরেও হাসপাতালটিকে অস্ত্রোপচারের সুবিধা ছিল না।

অবশেষে হাসপাতালটিকে অস্ত্রোপচার শুরু হয়েছে। বাসাইল পৌরসভার পূর্ব পাড়া গ্রামের কামাল মিয়ার স্ত্রী সাথী আক্তারের সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে এ কার্যক্রম শুরু হয়। অস্ত্রোপচারের পর মা-মেয়ে সুস্থ আছে।

বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

প্রথম অস্ত্রোপচার পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজুর রহমান। তার সহযোগী ছিলেন কনসান্টেল সুজাউদ্দিন তালুকদার, মেডিক্যাল অফিসার রাকিবসহ অন্যান্য চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজুর রহমান বলেন, ‘এই প্রথম বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হলো। এখন সিজারিয়ান, অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডারের স্টোনসহ বিভিন্ন অস্ত্রোপচারের জন্য গরীব অসহায়দের সর্বস্ব বিক্রি করে প্রাইভেট হাসপাতালগুলোতে যেতে হবে না।’

এ বিভাগের আরো খবর