কিশোরগঞ্জের করিমগঞ্জে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ।
উপজেলার দেহুন্দা ইউনিয়নের চরদেহুন্দা এলাকায় বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মা স্বপ্না আক্তারকে তাদের বাড়ি থেকে আটক করে পুলিশ।
নিহত ১৪ বছর বয়সী মেয়েটির নাম মাইশা আক্তার। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। মাইশা চরদেহুন্দা গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার মেয়ে।
করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইফতেখারুজ্জামান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন স্বপ্না।
স্বপ্নার বরাত দিয়ে তিনি জানান, স্বপ্নার খালাতো ভাই ফাইজুল তাদের বাড়িতেই থাকতেন। সেখানে থেকে তিনি মোটরসাইকেল ভাড়া চালাতেন। সেখানে থাকার কারণে স্বপ্নার মেয়ে মাইশার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি স্বপ্না জানার পরে তিনি তার মেয়েকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তার পরেও মেয়ে কথা না শোনায় রেগে গিয়ে বুধবার রাতে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বপ্না।
এএসপি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।