প্রশিক্ষণ, দেশ গঠন ও পার্বত্য এলাকায় মানবিক সহায়তায় অবদানের স্বীকৃতি হিসেবে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড পুরস্কার দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যুক্ত হয়ে এই পুরস্কার দেন রাষ্ট্রপতি।
চট্টগ্রামের কাপ্তাইয়ে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে ঘাঁটির অধিনায়ক কমোডোর এম মনির উদ্দিন মল্লিকের কাছে রাষ্ট্রপতির পক্ষে এই পুরস্কার তুলে দেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।
১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এই ঘাঁটি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত প্রশিক্ষণ এবং পার্বত্য এলাকায় বিভিন্ন উদ্ধারকাজ, মানবিক সহায়তা, পাহাড়ি জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
বাংলাদেশ নৌবাহিনীর সব স্তরের কর্মকর্তা ও নাবিকদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ঘাঁটি। পাশাপাশি সেনা ও বিমানবাহিনীর জন্য ফ্রগম্যানশিপ, স্কুবা ডাইভিং ও ওয়াটারম্যানশিপের মতো স্বল্পমেয়াদী কোর্স পরিচালনা করে থাকে।
বাংলাদেশের নৌবাহিনী সদস্যদের পাশাপাশি নাইজেরিয়া, ফিলিস্তিন, মালদ্বীপ, শ্রীলংকা, কাতার, কুয়েতসহ বিভিন্ন দেশের কর্মকর্তা ও নাবিকরা এই ঘাঁটিতে প্রশিক্ষণ নিয়েছেন।
অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আধুনিক নৌবাহিনী গড়ে তোলার সুদূর প্রসারী স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি মর্যাদাশীল ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে।
‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী দেশ গঠন, উন্নয়ন ও যে কোনো দুর্যোগ মোকাবেলায় সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’
রাষ্ট্রপতি আরও বলেন, ‘প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বিশাল সমুদ্রের নিরাপত্তা বিধানের পাশাপাশি মানব পাচার ও চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা বিধান, বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণসহ দেশের ব্লু ইকোনোমির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নৌবাহিনীর ভূমিকা অনস্বীকার্য।’
করোনা মহামারির মধ্যেও বানৌজা শহীদ মোয়াজ্জমের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং নৌবহরকে নিরবচ্ছিন্নভাবে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেয়ায় ঘাঁটির সব স্তরের কর্মকর্তা ও নৌ সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।