বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নব্য জেএমবির সামরিক শাখার সদস্য গ্রেপ্তার

  •    
  • ৪ নভেম্বর, ২০২১ ১৩:৪২

সিটিটিসি জানায়, আবদুল্লাহ আল নোমান মূলত নব্য জেএমবির আমির মাহাদী হাসান ওরফে জনের নির্দেশে সামরিক শাখার কাজ করতেন। ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে দাওয়াত পেয়ে নব্য জেএমবিতে যোগ দেন তিনি।

রাজধানীর পল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় নব্য জেএমবির সামরিক শাখার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকা থেকে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি জানান, আবদুল্লাহ আল নোমান ওরফে আবু বাছির নব্য জেএমবির সামরিক শাখার দায়িত্বশীল সক্রিয় সদস্য। ২০১৮ সালে তিনি সিটিটিসির হাতে গ্রেপ্তার হয়েছিলেন। দেড় বছর পর জামিনে মুক্ত হয়ে আবারও নব্য জেএমবিতে সক্রিয় হন তিনি।

সিটিটিসি জানায়, নোমান মূলত নব্য জেএমবির আমির মাহাদী হাসান ওরফে জনের নির্দেশে সামরিক শাখার কাজ করতেন। ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে দাওয়াত পেয়ে নব্য জেএমবিতে যোগ দেন তিনি। ফেসবুকে সদস্য সংগ্রহসহ উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তিনি। একই সঙ্গে টেলিগ্রাম চ্যানেল ও বটের মাধ্যমে নব্য জেএমবির অন্য সদস্যদের সঙ্গ যোগাযোগ করে সংগঠনের সামরিক শাখার কাজ পরিচালনা করতেন নোমান।

সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, ‘সংগঠনের অপর সদস্য আবু মোহাম্মদের নির্দেশে আব্দুল্লাহ আল নোমান ঢাকার মান্ডা এলাকায় এককভাবে রুম ভাড়া করেন। আবু মোহাম্মদ তাকে আইইডি বানানোর ভিডিও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে পাঠান। আইইডি তৈরির ভিডিও দেখে তিনি এই বিষয়ে দক্ষতা অর্জন করেন এবং পরবর্তী সময়ে আবু মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমানকে আইইডি বানানোর জন্য টাকা প্রদান করলে তিনি ভিডিও দেখে আইইডি তৈরির সরঞ্জাম সংগ্রহ করেন এবং আইইডি তৈরি করেন।

‘আব্দুল্লাহ আল নোমানকে তার পছন্দমতো এলাকায় ওই আইইডি দিয়ে পুলিশকে লক্ষ্য করে হামলার নির্দেশ দেয়া হয়। এই নির্দেশ পাওয়ার পর পল্টন এলাকাটি তার পূর্ব পরিচিত ও চাকরির স্থান হওয়ায় তিনি উক্ত স্থানটি বেছে নেন। পল্টন মোড়ের পুলিশ চেকপোস্টের আশপাশে সিসি ক্যামেরা না থাকায় উক্ত স্থানটিতে রেকি করেন।’

পুলিশ জানায়, গত ২৪ জুলাই তৈরিকৃত আইইডি বাজারের ব্যাগে বহন করে পুরানা পল্টন মোড়ের পূর্ব পার্শ্বে পুলিশ চেকপোস্টের সামনে ল্যাম্পপোস্টের নিচে রাখেন আব্দুল্লাহ আল নোমান। পরে রাস্তার অপর পাশে গিয়ে রাতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছিল।

এ বিভাগের আরো খবর