মৌলভীবাজারের রাজনগর উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে প্রতিবেদন করায় এক সাংবাদিকের পা বিচ্ছিন্ন করে দুই উপজেলায় রাখার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে।
যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদের প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশিত হয়। তথ্য সংগ্রহের কথা জানতে পেয়ে সোমবার রাতে তার মোবাইল ফোনে কল করেন আরেক উপজেলা কুলাউড়া ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ।
ফোনে তিনি হোসাইনকে বাড়াবাড়ি কম করতে এবং রাজনগর ছাত্রলীগ নিয়ে কোনো নিউজ না করতে বলে বিভিন্ন হুমকি দেন। সেই ফোন কলের অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
সেখানে ছাত্রলীগ নেতা বলেন, ‘লাফালাফি কম করে করো, সাংবাদিকতা চলে যাবে। কুলাউড়া আসলে বুঝবেন।’
ওই সময় সাংবাদিক হোসাইন শালীনতা বজায় রেখে কথা বলতে এবং ছাত্রলীগ সভাপতি প্রতিবেদন নিয়ে নির্দেশ দেয়ার কর্তৃপক্ষ নয় জানালে তিনি আরও উত্তেজিত হয়ে যান।
তখন ছাত্রলীগ সভাপতি তায়েফ বলেন, ‘এক রান (পা) টেংরায় (রাজনগর উপজেলার একটি ইউনিয়ন) ও এক রান কুলাউড়া উপজেলাতে ছিঁড়ে রাখব।’
একই সঙ্গে গালিগালাজ এবং নানা হুমকি দেন তিনি।
সাংবাদিক হোসাইন আহমদ জানান, রাজনগর উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে ‘এক বছরের কমিটিতে সাড়ে ৪ বছর পার’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয় মঙ্গলবার। প্রতিবেদনটি তিনি ঢাকার অফিসে পাঠান সোমবার বিকেলে। সেদিন রাতেই হুমকি দেন ছাত্রলীগ সভাপতি।
এরপরই তিনি বিষয়টি মৌলভীবাজার প্রেস ক্লাবের নেতাদের জানান। সহকর্মীদের কাছেও হুমকির কল রেকর্ড দেন। সেটিই পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
হোসাইন বলেন, ‘আমি জীবনের নিরাপত্তা চেয়ে মৌলভীবাজার মডেল থানায় ২ তারিখ সকালে একটি জিডি করেছি। আমি মনে করি, এটি হত্যার হুমকি। কারণ হত্যা ছাড়া আমার পা বিচ্ছিন্ন করে দুই উপজেলার রাখা সম্ভব নয়।’
এ নিয়ে কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফের মোবাইল ফোনে কল করা হলে তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি পরে এ বিষয়ে কথা বলব, এখন নৌকার একটি প্রোগ্রামে ব্যস্ত আছি।’
কল রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ জানিয়েছেন।
মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত বলেন, ‘এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।’
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, জিডি রেকর্ড করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।