বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব‌রিশা‌ল মহানগর বিএন‌পি‌র আহবায়ক ম‌নিরুজ্জামান

  •    
  • ৩ নভেম্বর, ২০২১ ১৯:০০

কেন্দ্রীয় ‌বিএন‌পির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মু‌নির হোসেন স্বাক্ষ‌রিত বিজ্ঞ‌প্তিতে বলা হয়েছে, মহানগরের নতুন কমিটিতে আহবায়ক করা হ‌য়ে‌ছে ম‌নিরুজ্জামান ফারুখকে এবং সদস্য স‌চিব করা হ‌য়েছে মীর জা‌হিদুল ক‌বির জা‌হিদকে।

ব‌রিশাল মহানগর, দ‌ক্ষিণ ও উত্তর জেলা বিএন‌পির ক‌মি‌টি ঘোষনা করা হ‌য়ে‌ছে বুধবার বিকালে।

মহানগরের নতুন কমিটিতে আহবায়ক করা হ‌য়ে‌ছে ম‌নিরুজ্জামান ফারুখকে এবং সদস্য স‌চিব করা হ‌য়েছে মীর জা‌হিদুল ক‌বির জা‌হিদকে।

কেন্দ্রীয় ‌বিএন‌পির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মু‌নির হোসেন স্বাক্ষ‌রিত বিজ্ঞ‌প্তিতে বিষয়‌টি নি‌শ্চিত করা হ‌য়েছে বুধবার বিকালে।

তাতে বলা হয়েছে দ‌ক্ষিণ জেলা বিএন‌পির আহবায়ক ম‌জিবুল হক নান্টু ও সদস্য স‌চিব আকতার হোসেন মেবুল এবং উত্তর জেলা বিএন‌পির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও মিজানুর রহমান মুকুলকে সদস্য স‌চিব ক‌রে ক‌মি‌টি ঘোষণা করা হ‌য়েছে।

এ বিভাগের আরো খবর