রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় পিকআপ ভ্যানের চাপায় রায়হান হোসেন নবাব (২) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।
শিশুটি চাপা পড়ার ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে শিশুটি মারা যায়।
নিহতের আত্মীয় বাবুল মিয়া জানান, মঙ্গলবার বিকেলে বাড্ডা লিংক রোড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সামনে কয়েকটি শিশু খেলা করছিল। হঠাৎ পিকআপ ভ্যানটি ঢালুর দিকে চলতে থাকলে নবাব নামের শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়।
তিনি আরো জানান, শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারৈহাটি গ্রামে। শিশুটির বাবা নাম ইমরান হোসেন বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা। পরিবারটি বাড্ডার বড় বেরাইদ এলাকায় থাকে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।