বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেন্ট মার্টিনে জালে ৭ লাখ টাকার লাল কোরাল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ নভেম্বর, ২০২১ ১৮:০১

নৌকার মালিক ও মাঝি আবদুর রশিদ বলেন, বুধবার বিকেলে তার নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা সেন্ট মার্টিনের অদূরে উত্তর বঙ্গোপসাগরে প্রতিদিনের মতো মাছ শিকারের জন্য জাল ফেলেন। এক ঘণ্টা পর জাল তোলার সময় উঠে আসে ২০৩টি লাল কোরাল মাছ, যা সাত লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে টানা জাল ফেলার এক ঘণ্টা পর প্রায় ৩০ মণ লাল কোরাল মাছ উঠেছে। মাছগুলো সাত লাখ টাকায় কিনে নিয়েছেন এক ব্যবসায়ী।

মাছভর্তি নৌকাটি বুধবার বিকেলে সেন্ট মার্টিন ডেইল পাড়া ঘাটে ভিড়লে স্থানীয় লোকজন ভিড় করেন।

এর আগে একই দিন বেলা ৩টার দিকে সেন্ট মার্টিনের উত্তরে ১৬ জন মাঝিমাল্লা শিকারে গেলে জালে ধরা পড়ে মাছগুলো।

নৌকার মালিক ও মাঝি আবদুর রশিদ নিউজবাংলাকে বলেন, বুধবার বিকেলে তার নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা সেন্ট মার্টিনের অদূরে উত্তর বঙ্গোপসাগরে প্রতিদিনের মতো মাছ শিকারের জন্য জাল ফেলেন। এক ঘণ্টা পর জাল তোলার সময় উঠে আসে ২০৩টি লাল কোরাল মাছ, যা সাত লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

মাছগুলো কিনেছেন ব্যবসায়ী মুফিজ আলম। তিনি বলেন, ‘জালে ধরা পড়া দুই শতাধিক কোরাল মাছ কিনে আমি বেশ খুশি। কিছু টাকা কম রাখার জন্য নৌকার মালিককে অনুরোধ করেছি।’

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘সেন্ট মার্টিন দ্বীপে স্থানীয় এক জেলের জালে অনেক লাল কোরাল ধরে পড়েছে। মাছগুলো সাত লাখ টাকায় বিক্রি হওয়ার খবর পেয়েছি।’

এ বিভাগের আরো খবর