নড়াইল শহরের ভওয়াখালীতে হত্যার মামলায় একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলার আরও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম সেলিম সরদার।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন মোমেনা বেগম ও সাজ্জাদ খান। তারা সবাই নড়াইল শহরের ভওয়াখালী এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি মোমেনা বেগম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশী হালিমা বেগম দেখে স্থানীয় লোকজনকে জানান। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা আসামি মোমেনা বেগম হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে সেলিম কোদাল দিয়ে হালিমার মাথায় আঘাত করেন। তখন মোমেনা ও সাজ্জাদ হালিমাকে মারধর করেন।
পরে আহত হালিমা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।