বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘টিকটক’ অপুসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

  •    
  • ৩ নভেম্বর, ২০২১ ১৪:২২

বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতের উত্তরা পূর্ব-থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক লিয়াকত আলী বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।

রাজধানী উত্তরা-পূর্ব থানায় করা মামলায় ‘টিকটক’ অপুসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

অপু ছাড়া মামলায় অন্য আসামিরা হলেন- শাকিল হোসেন, শাহাদত হোসেন, মো. সানি, মো. নাজমুল ও রনি প্রকাশ সৈয়দ রাকিবুর রহমান।

বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতের উত্তরা পূর্ব-থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক লিয়াকত আলী বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তরা-পূর্ব থানার মামলায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আজিজুর তালুকদার ‘টিকটক’ অপুসহ ছয়জনের বিরুদ্ধে অভিয়োগপত্রটি আদালতে জমা দেন। আর মুন্না ওরফে লুৎফর রহমানসহ তিনজনের অব্যাহতি চেয়ে সুপারিশ করা হয়।

গত ১১ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করে সুপারিশ করা তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেয়। অব্যাহতিপ্রাপ্ত অন্য দুজন হলেন জমির উদ্দিন ও সুমন শেখ ওরফে পাপন।

মামলার অভিযোগে যা বলা হয়েছে

গত বছরের ২ আগস্ট বাদী এস এম মাহবুব আলমের ছেলে মেহেদী হাসান রবিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার শ্বশুরের বাসা রাজধানীর উত্তরা থেকে ফিরছিলেন। উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টরে আলাউল অ্যাভিনিউয়ের ৫২ নম্বর বাসার সামনে পাকা রাস্তায় পৌঁছালে রবিনের পথরোধ করে টিকটক ভিডিও করতে থাকে।

এ সময় প্রাইভেটকারে বসে থাকা রবিনসহ তার বন্ধুরা হর্ন বাজালে আসামি সাকিল, শাহদত, সানি, ‘টিকটক’ অপু, নাজমুল, রনি, মুন্না ও জমির উদ্দিন খেপে গিয়ে রবিন ও তার বন্ধু আফসানুল কবির, সরকার সজল মাহমুদ ও মুরাদুল হককে প্রাইভেটকার থেকে টেনে রাস্তায় নামান।

পরে ধারালো অস্ত্র, লোহার রড ও ইট দিয়ে মাথায়, ঘাড়ে ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারপিঠ করে জখম করে।

এ সময় আসামিরা ভুক্তভোগীদের কাছে থেকে মোবাইল ও ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয়।

এ বিভাগের আরো খবর