রংপুরের হারাগাছে পুলিশের মারপিটে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগের ঘটনায় মরদেহের সুরতহাল রিপোর্টে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
ওই ঘটনায় হাইকোর্টে জমা দেয়া ম্যাজিস্ট্রেটের সুরতহাল প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সোমবার রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে।
হারাগাছের নতুন বাজার বছি বানিয়ার তেপতি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম হারাগাছ নয়াটারী দালালহাট গ্রামের বাসিন্দা।
তাজুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। তারা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, সেদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়া বাজার বছি বানিয়ার তেপতি থেকে তাজুল ইসলামকে মাদকসহ আটক করে পুলিশ। এ সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তাজুল।
তাজুলের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করার কথা জানায় পুলিশ। সে সঙ্গে নির্যাতনের কথা শুরু থেকেই অস্বীকার করে আসছে পুলিশ।
পরে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠনও করেছে পুলিশ।
তাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় বুধবার হাইকোর্টে একটি প্রতিবেদন জমা দিয়েছে রংপুরের পুলিশ কমিশনার।