গোপালগঞ্জ সদরে দুই পক্ষের মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক।
সদর উপজেলার ভোজরগাতি গ্রামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম কবির সরদার। তার বাড়ি ভোজরগাতি গ্রামেই।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
তিনি জানান, সন্ধ্যায় ভোজরগাতি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে হাসান শেখ ও টিটু সরদারসহ কয়েকজন যুবক মিলে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলেন।
এক পর্যায়ে টিটু ও হাসানের মধ্যে খেলার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আরোজ আলী বিষয়টির মীমাংসাও করে দেন।
ওসি আরও জানান, তবে কিছুক্ষণ পরই স্কুলের সামনে টিটু ও জাহিদের মারামারি হয়। এ সময় টিটুকে ছুরিকাঘাত করার চেষ্টা করে জাহিদ। তাদের মারামারি ঠেকাতে এগিয়ে আসে কবির সরদার। এক পর্যায়ে জাহিদের ছুরির আঘাতে কবির ও টিটু যখন হন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।
আহত টিটুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনিরুল।